পিয়ালী দাস,বীরভূমঃ
মাদক বিক্রির প্রতিবাদ করায় কয়েকজন প্রতিবাদীকে মারধোরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গেলে মাদক কারবারীদের হাতে আক্রান্ত দুই পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া শহরে। ঘটনায় এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। এলাকায় পুলিশি টহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে।
সাঁইথিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মাদক কারবারি বসন্ত প্রামাণিক দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার বিক্রি করছিল বলে অভিযোগ এলাকাবাসীদের। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাকে নিষেধ করলেও কারবার বন্ধ করেনি। গত সোমবার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মাদক কারবারি কে তার কারবার বন্ধ করতে বললে পাশের ১৬ নম্বর ওয়ার্ডের কিছু যুবক ওই মাদক কারবারির সঙ্গ দিয়ে প্রতিবাদীদের মারধর শুরু করে। ঘটনায় দুই প্রতিবাদী তপন দত্ত এবং বুদ্ধদেব মহন্ত গুরুতর জখম হন তারা বর্তমানে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় জয়ন্ত দাস এবং আরো একজন ব্যক্তি সামান্য জখম হয়েছেন।
ইতিমধ্যেই ১৫ নম্বর ওয়ার্ড এবং ১৬ নম্বর ওয়ার্ড এর মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার ওসি সঞ্জয় শ্রীবাস্তব এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আসে। ১৬ নম্বর ওয়ার্ডের মারমুখী যুবকের ইটপাটকেল ছুড়তে শুরু করে এসময় তাদের হাতে আক্রান্ত হন সঞ্জয়বাবু ।তার মাথায় পাঁচটি সেলাই হয়েছে। পাশাপাশি সাঁইথিয়া থানার এক এ.এস.আই এর মাথায় আঘাত লাগে। ঘটনার জেরে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে ।সিউড়ি থেকে বিশাল পুলিশবাহিনী ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশি টহল। বীরভূম জেলা পুলিশ সুপার কুনাল আগারওয়াল বলেন সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ আধিকারিক জখম হয়েছেন ।গ্রেপ্তার করা হয়েছে এগারো জনকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584