মোহনা বিশ্বাস, কলকাতাঃ
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার পুলিশের হাতে ধরা পড়ল দেবাঞ্জন দেবের সহযোগী ইন্দ্রজিৎ সাউ। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি নর্থ সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের আয়োজনের মূল পাণ্ডা ছিলেন বলে জানা গিয়েছে।
লালবাজার সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছ থেকে ইন্দ্রজিৎকে গ্রেফতার করা হয়। ইন্দ্রজিৎকে জেরা করে পুলিশ জানতে পারে যে, দেবাঞ্জন দেবের কসবার অফিসে কাজ করতেন ইন্দ্রজিৎ। পুলিশ জানিয়েছে, দেবাঞ্জনের এই ভুয়ো-ভ্যাকসিনের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন ইন্দ্রজিৎ। আর কোথায় কোথায় ভুয়ো ক্যাম্পের আয়োজন করেছিলেন দেবাঞ্জন, ইন্দ্রজিৎকে জেরা করে সেসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের জেরার মুখে পরে ইন্দ্রজিৎ সাউ জানান, তিনি গত মার্চ মাসে পুরসভা অফিসে চাকরি পান। কসবার রাজডাঙার ভুয়ো পুরসভা অফিসে তাঁকে হেডক্লার্ক হিসাবেই নিয়োগ করে দেবাঞ্জন। সাড়ে ২৩ হাজার টাকা বেতন দেওয়া হত তাঁকে। তাঁর দাবি, ভুয়ো নিয়োগপত্র দিয়ে এবং কর্পোরেশনের একটি ভুয়ো আইডি কার্ড বানিয়ে ইন্দ্রজিৎকে হেড ক্লার্ক হিসেবে নিয়োগ করেছিল দেবাঞ্জন।
আরও পড়ুনঃ কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী
যদিও তাঁকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, আদতে ভ্যাকসিনের বদলে যে অন্য কিছু দেওয়া হচ্ছে, তা জানতেন ইন্দ্রজিৎ। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন গ্রেপ্তার হওয়ার পর স্বাভাবিকভাবেই তাঁর কর্মচারীদের চাকরি আর নেই। অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে তাঁদের।
আরও পড়ুনঃ রাজ্যকেই নিতে হবে ‘ভোট পরবর্তী হিংসা’য় আক্রান্তদের চিকিৎসা ও রেশনের দায়িত্ব, কড়া নির্দেশ হাইকোর্টের
শুক্রবারই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার করা হয় ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী অরিবিন্দ বৈদ্য। এরপর সিটি কলেজে ভুয়ো টিকাকরণ ক্যাম্পের আয়োজক হিসেবে নাম উঠে আসে ইন্দ্রজিতের। শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584