ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলেই বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়িকা কনিকা কাপুরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বিগত ১০ মার্চ তিনি লন্ডন থেকে দেশে ফেরেন।অভিযোগ উঠতে শুরু করে কনিকা কাপুর লন্ডন থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে একাধিক পার্টিতে যোগদান করে শতাধিক লোকের সংস্পর্শে আসেন।
তাঁর বিরুদ্ধে ৩টি পৃথক এফআইআর দায়ের হয়। হজরতগঞ্জ, গোমতিনগর ও সরোজিনী নগর থানায় এই পৃথক তিনটি এফআইআর দায়ের হয়। এরমধ্যে, সরোজিনী নগর থানায় লখনউয়ের চিফ মেডিক্যাল আধিকারিক নরেন্দ্রকুমার আগরওয়ালের করা অভিযোগের ভিত্তিতেই কোয়ারেন্টাইন পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হবে ।
আরও পড়ুনঃ চিকিৎসকের পোস্ট ভাইরাল, সাধারণ পোশাকে স্বাস্থ্যকর্মী পিপিই সুরক্ষায় আইএএস অফিসার
উল্লেখ্য, লন্ডন থেকে দেশে ফিরে বির্তকের মুখে পরে তাঁর শরীরে করোনা পরীক্ষা করা হয়। ২০ মার্চ তাঁর শরীরে করোনা পজিটিভ মেলে।পরিবারের চ্যালেঞ্জের পরে দ্বিতীয়বার পরীক্ষা করলে তাতেও করোনা পজিটিভ আসে।
এরপরই সঞ্জয় গান্ধি পিজিআইয়ে ভর্তি করা হয় তাঁকে এবং ১৪ দিনের চিকিৎসামূলক কোয়ারেন্টাইন পাঠানো হয়। তবে বর্তমানে শেষ দু’টি পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584