নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ
অনশনরত পার্শ্ব শিক্ষকদের উপর লাইট নিভিয়ে বেধড়ক লাঠি চালালো পুলিশ। পুলিশের লাঠির মার থেকে রেহাই পেলনা মহিলারা।এমনকি তাদের ব্লাউজও ছিঁড়ে দিয়েছে পুরুষ পুলিশ কর্মীরা বলে অভিযোগ।জাতীয় পতাকা ছেঁড়ার অভিযোগ করেছে আন্দোলনকারীরা।
পুলিশের লাঠির আঘাত থেকে রেহাই পাইনি খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকরাও।
ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণী বাস টার্মিনালে। শনিবার সন্ধ্যায় পার্শ্ব শিক্ষকদের একটি দল প্রতিবাদ ও অনশন করতে উপস্থিত হন কল্যাণীর বাস টার্মিনালে।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে বিজেপির আইন অমান্য ঘিরে রণক্ষেত্র, পুলিশের লাঠিচার্জ
রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাস টার্মিনালের সমস্ত বাতি নিভিয়ে অন্ধকারকে ঢাল বানিয়ে পার্শ্ব শিক্ষকদের উপর বেধড়ক লাঠি চালালেন পুলিশকর্মীরা।
পুলিশের মারের হাত থেকে রেহাই পাননি খবর করতে আসা চিত্র সাংবাদিকেরা। তাদেরও লাঠি পেটা করা হয়।
শনিবার সন্ধ্যার এই ঘটনায় আক্রান্ত হয়েছেন আন্দোলনকারী একাধিক পার্শ্ব শিক্ষক। এই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584