সরস্বতীর পাশে প্রশাসন

0
46

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ভিক্ষুক ছাত্রী সরস্বতী পন্ডার আগুনে বাড়ি পুড়ে যায়। এরপর সেই খবর জানতে পারে মহিষাদল থানা। প্রশাসনের সহযোগিতায় অবশেষে বাড়ি পাচ্ছে মহিষাদলের ভিক্ষুক ছাত্রী সরস্বতী পন্ডা। শনিবার সকালে মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস ভিক্ষুক ছাত্রী সরস্বতী ও তার মা শঙ্করীর হাতে যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দেন এবং আগুনে পুড়ে যাওয়া বাড়ি তা নতুন করে গড়ে দেওয়ার আশ্বাস দেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস।

people |newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ, গত মঙ্গলবার বিকেলে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে আগুনে পুড়ে যায় মহিষাদলের ইটামগর ১ গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর উপেন্দ্র মিলন বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণীর ছাত্রী সরস্বতী পন্ডার বাড়ি। এরপর ছাত্রী সরস্বতী ও ভিক্ষুক মা শঙ্করী কি খাবে বা কোথায় থাকবে তা নিয়ে ভাবতে রাতকুলোচ্ছিল ছিল না তাদের। মা ও মেয়ে দু’জনে ভিক্ষা করেই কোনরকম চলে যেত সংসার।

আরও পড়ুনঃ মধ্যমগ্রামে দুঃস্থদের পাশে স্থানীয় এক সংস্থা

কিন্তু তার মাঝেই আগুনে পুড়ে যায় তাদের থাকার একমাত্র বাসস্থান টুকুও। এমন পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বেশ কিছু সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু থাকবে কোথায়? সেই প্রশ্ন জাগছিল তাদের মনে। বর্তমানে গ্রামের এর বাড়ি ওর বাড়ি কাটছিল তাদের রাত। কিন্তু তাও বা কতদিন? এরপর ভিক্ষুক মা ও মেয়ের দুর্দশার খবর জানতে পারেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস। এরপর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস।

শনিবার সকালে তিনি তাদের সঙ্গে দেখা করে যাবতীয় সাহায্য ও দ্রুত বাড়ি তৈরির আশ্বাস দেন। এছাড়াও ওই ছাত্রীর পুড়ে যাওয়া বই, খাতা সহ যাবতীয় সামগ্রী ফিরিয়ে দেওয়ার কথা বলেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস। পুলিশের এই ধরনের উদ‍্যোগে খুশি সকলেই। মা ও মেয়ে জানান, “আমরা খুবই খুশি। ওনারা যেভাবে আমাদের সহযোগিতা করলেন তা ভুলতে পারবো না।”মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস বলেন, “আমরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here