নিউজ ডেস্ক:
মুখ্যমন্ত্রী ঘোষিত ৮১ লক্ষে ওরা নেই,কিন্তু প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার দিকে তাকিয়ে কেটে গেছে বেশ কয়েক বছর। বঞ্চিত চাকরীপ্রার্থী হবু উচ্চপ্রাথমিক শিক্ষকরা আজ দুপুর থেকে রাজপথে তাদের ন্যায্য অধিকার বুঝে নিতে আন্দোলন করছিল।
দুপুর ১২ টা থেকে সল্টলেকের ময়ূখ ভবনের সামনে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে তারা স্কুল সার্ভিস কমিশনের অফিস আচার্য সদনের সামনে বিক্ষোভ অবস্থানে বসে।অবিলম্বে মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি নিয়ে।
আন্দোলনকারীদের পক্ষে এক প্রতিনিধিদল এস এস সি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের দাবী জানাতে গেলে চেয়ারম্যানের অনুপস্থিতির কারনে এক আধিকারিক তাদের সঙ্গে দেখা করলেও তাদের দাবীর বিষয়ে কোনো ইতিবাচক বার্তা না দেওয়ার কারনে প্রতিবাদী হবু শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।সন্ধ্যার পর পুলিশ এসে আন্দোলনকারী হবু শিক্ষকদের জোর করে সরিয়ে দেয়।
বিগত ফল প্রকাশের পর প্রায় দু’বছর অতিক্রান্ত।নিয়োগ নিয়ে চলছে সরকারী টালবাহানা। বাধ্য হয়ে নিজেদের জীবন জীবিকার ন্যায্য দাবী নিয়ে রাজপথে হবু মানুষগড়ার কারিগররা,কিন্তু তাদের দাবীর কোন ইতিবাচক সাড়া না দিয়ে সন্ধ্যার অন্ধকারে পুলিশ নামিয়ে জোরপূর্বক তাদের আন্দোলন ভাঙ্গায় ক্ষোভে ফুঁসছে প্রতিবাদীরা।
নিউজ ফ্রন্ট প্রতিনিধিকে তারা জানিয়েছে যে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে।পুলিশ জানিয়েছে যে, অন্দোলনকারীদের আইনানুগ অনুমতি ছিল না তাই প্রশাসনকে বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584