সুদীপ পাল,বর্ধমানঃ
অভিযান চালিয়ে বর্ধমানের আউসগ্রামের অজয়ের বাঁধ লাগোয়া বিলসণ্ডা বিলের আশপাশ থেকে ভাটি ভেঙে দিল পুলিশ।
ছোঁড়া ফাঁড়ির পুলিশ এই অভিযান চালিয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই চোলাই কারবারিরা সেই স্থান থেকে পালিয়ে যায়।
কয়েকশো লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে বলে পুলিশের দাবি।
স্থানীয়রা বলছেন, মাস ছয়েক আগে এই এলাকার চোলাই কারবার এর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছিল জেলা পুলিশ প্রশাসন।এর আগে অভিযান চালিয়ে প্রায় নয় হাজার লিটার চোলাই উদ্ধার করে নষ্ট করা হয়। সাতশোটি টিনের জারসহ চোলাই তৈরির নানা সরঞ্জাম ও সেবার বাজেয়াপ্ত করা হয়েছিল।
নদীর মাঝে বালির চরের মধ্যে উনুন তৈরি করা হয়। সেখানে চোলাই তৈরি করে যেহেতু এটি বর্ধমান এবং বীরভূমের সংযোগস্থল,তাই এই দুই জেলার বিস্তীর্ণ এলাকায় তা পাচার করা হয়।
আরও পড়ুনঃ আবগারি দফতরের অভিযানে বাজেয়াপ্ত চোলাই তৈরির সরঞ্জাম,কাঁচামাল
স্থানীয় মানুষরা বলছেন, পুলিশের নজরদারি চালানো হলে তখন কয়েক দিনের জন্য চোলাই কারবার বন্ধ থাকে। পরে নজরদারি শিথিল হতেই আবার শুরু হয় ব্যাবসার রমরমা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584