কৃষক হত্যার ঘটনায় লখিমপুর যাওয়ার পথে পুলিশের হাতে আটক অখিলেশ, তীব্র উত্তেজনার সৃষ্টি

0
77

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

লখিমপুর খেরি যাওয়ার পথে লখনউ পুলিশের হাতে আটক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। অখিলেশকে আটকের জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় লখনউতে এমনকি তাঁর বাড়ির একটি পুলিশের জিপে আগুন লাগানোর ঘটনাও ঘটে। যদিও পুলিশ জানিয়েছে অগ্নিকান্ডের ঘটনায় কারা যুক্ত তা জানা যায়নি।

Akhilesh Yadav
লখনউ পুলিশের হাতে আটক অখিলেশ যাদব, ছবি: সংগৃহীত

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত চার কৃষকের মৃত্যু হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর গাড়ির ধাক্কায় এমনটাই অভিযোগ। এর পরেই কনভয়ের একটি গাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। বাকি গাড়িগুলিতেও ভাঙচুর করা হয়। তাতে আরও চার জনের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ রাজ্যের সঙ্গে আর্থিক বিবাদ, কেন্দ্রের কোপে উৎকর্ষ তালিকা থেকে বাদ যাদবপুর

এই ঘটনায় মর্মান্তিক ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অখিলেশ। তিনি বলেন, ‘‘সরকার কোনও রাজনৈতিক নেতাকে লখিমপুরে যেতে দিচ্ছে না। সরকার কী লুকোতে চাইছে? বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যা করছে, তা ব্রিটিশ আমলেও হত না। মৃতদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত সরকারের।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগও দাবি করেছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here