রাজভবনে মণীশ শুক্লার মরদেহ নিয়ে যেতে আটকাল পুলিশ, রণক্ষেত্র ধর্মতলা চত্বর

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা তুলে ধরতেই তারা নিহত মণীশ শুক্লার দেহ নিয়ে যাওয়া হবে রাজভবনে রাজ্যপালের কাছে, এমনটা আগেই জানিয়েছিলেন বিজেপি নেতারা। তারপর দেহ ব্যারাকপুরে নিয়ে যাওয়া হবে।

Manish Sukla's body | newsfront.co
নিজস্ব চিত্র

সেই মতো সোমবার সন্ধ্যায় এনআরএস হাসপাতাল থেকে বেরিয়ে পদযাত্রাও শুরু করে বিজেপি। কিন্তু রাজভবনের কাছে নিউ মার্কেটের কাছে এসএন ব্যানার্জি রোডে তাদের আটকে দেয় পুলিশ। বিক্ষুব্ধ বিজপি কর্মীদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর।

Rally | newsfront.co
মৃতদেহ নিয়ে মিছিল। নিজস্ব চিত্র

এদিকে এনআরএস থেকে মৃতদেহ রাজভবনের দিকে যাওয়ার ফলে এস এন ব্যানার্জি রোডে যানজটের সৃষ্টি হয়। বারবার বিজেপি নেতারা গাড়ি থেকে নেমে রাস্তায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। কলকাতা পুরসভার সামনে বিজেপি নেতাদের গাড়ি এবং মৃতদেহ বাহি গাড়ি আটকে দেওয়া হয়।

আরও পড়ুনঃ মণীশ শুক্লা খুনের তদন্তভার সিআইডি-র হাতে সমর্পণ নবান্নের

Locket Chattarjee | newsfront.co
পুলিশের সাথে বচসা। নিজস্ব চিত্র

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজভবনের উদ্দেশ্যে মৃতদেহ বাহি গাড়ি এবং বিজেপি নেতাদের গাড়ি যেতে দেওয়া হবে না। উত্তেজনা ছড়িয়ে পড়ে নিউমার্কেট চত্বরে।

পুলিশের সঙ্গে বচসার মধ্যেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। পুরো এস এন ব্যানার্জি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। বিজেপি নেতাদের গাড়ির কনভয়ের পেছনে বহু যাত্রীবাহী বাস, প্রাইভেট কার দাঁড়িয়ে যায়।

পুলিশ জানিয়ে দেয়, কোনওভাবেই মণীশ শুক্লার মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না রাজভবনের উদ্দেশ্য। ডিসি সেন্ট্রাল বিজেপি নেতা কর্মীদের বোঝানোর চেষ্টা করেন, মৃতদেহ নিয়ে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাদের।

আরও পড়ুনঃ পুলিশ-আততায়ী যৌথ ভাবে মেরেছে! মণীশ খুনে বিস্ফোরক মন্তব্য ভারতীর

কলকাতা পুরসভার লোহার ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। তারপরেই রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা পুরসভা সংলগ্ন এস এন ব্যানার্জি রোড।

বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি জানিয়েছেন, ‘রাজ্য সরকার নোংরামি যত করবে আমরাও আন্দোলন ততো করব। এন আর এস হাসপাতাল থেকে কলকাতা পুরসভা পর্যন্ত আসতে এক ঘণ্টা সময় লেগেছে।পুলিশ ইচ্ছা করে রাস্তা পাবলিক বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করেছে।’

আরও পড়ুনঃ গুজরাটি ঠাঁই পেলে বাংলা নয় কেন? পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

পুলিশের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত ঠিক হয়, মণীশ শুক্লার মরদেহ এস এন ব্যানার্জি রোড দাঁড়িয়ে থাকবে এবং বিজেপির পক্ষ থেকে চার জনের একটি প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে ফিরে আসার পর এস এন ব্যানার্জি রোড থেকে মরদেহ নিয়ে ব্যারাকপুরের দিকে গাড়ি যাবে। নিহত মনীশ শুক্লার বাবা, অর্জুন সিং সহ মোট ৪ জন রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন।

বিজেপি নেতারা নিজেদের মধ্যে আলোচনার পর স্থির করেন মণীশ শুক্লার বাবা এবং অর্জুন সিং এর নেতৃত্বে ৪ জনের একটি প্রতিনিধিদল রাজভবনে যাবেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সেখানে তাঁরা রাজ্যপালের কাছে দাবি জানান, সিআইডি-র পরিবর্তে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে।

পাশাপাশি মরদেহ বাহি গাড়ি এস এন ব্যানার্জি রোড দাঁড়িয়ে না থেকে রওনা দেবে মণীশ শুক্লার বাড়ির উদ্দেশ্যে। এমনটাই বিজেপি সূত্রে জানানো হয়েছে।

এদিকে এনআরএসের মর্গের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। এদিন ময়নাতদন্তের সময় মণীশ শুক্লার শরীর থেকে ৯ টি বুলেট উদ্ধার হয়েছে। শরীরে আরও প্রায় ১৪টি বুলেটের ক্ষত ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেভেন এম এম পিস্তল থেকে গুলি চালানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here