ভুয়ো পোস্ট! বিজেপি নেতা অনুপমকে নোটিশ পুলিশের

0
59

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো এবং উসকানিমূলক পোস্ট করেছেন, এমনই অভিযোগে এবার বিজেপি নেতা অনুপম হাজরাকে নোটিশ পাঠাল গিরিশ পার্ক থানার পুলিশ। সম্প্রতি টুইটে একটি বিষয় ভিডিও-সহ আপলোড করেন বিজেপির এই নেতা। পুলিশের দাবি, অনুপমের আপলোড করা ওই সংবাদ ও ভিডিওটি ভুয়ো। অনুপম হাজরার ওই পোস্টটি মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং এর ফলে শান্তি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা পুলিশের।

Anupam Hazra | newsfront.co
ফাইল চিত্র

সেই কারণেই নোটিশটি পাওয়ার ৫ দিনের মধ্যেই গিরিশ পার্ক থানায় গিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে অনুপম হাজরাকে। যদিও পুলিশের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা দাবি করেছেন বিজেপি নেতা। পুলিশের দাবি, ওই ভুয়ো পোস্টটি ঘিরে কারও ধর্মীয় ভাবাবেগেও আঘাত লাগতে পারে। এই কারণেই অনুপম হাজরাকে নোটিশ পাঠিয়ে তলব করেছে গিরিশ পার্ক থানা।

আরও পড়ুনঃ মেয়েকে বাঁচাতে বিজেপিকে সন্তুষ্ট করছে সাধন! দাবি পরেশের

Notice | newsfront.co
নোটিশ

২৬ মে অনুপম হাজরাকে নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশটি পাওয়ার ৫ দিনের মধ্যেই অনুপম হাজরাকে সশরীরে গিরিশ পার্ক থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশের এই পদক্ষেপ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অনুপম হাজরা।

তাঁর দাবি, রাজ্যের শাসকদলের ‘দুর্নীতি’ নিয়ে একাধিকবার সরব হওয়াতেই তাঁকে হেনস্থা করতে তৃণমূলের চাপেই পুলিশ তাঁকে নোটিশ পাঠিয়েছে। পুলিশের সামনে তিনি তার পোস্টের স্বপক্ষে সমস্ত তথ্য প্রমাণ তুলে দেবেন। বিষয়টি অত গুরুত্বপূর্ণ হলে তাকে লাল বাজার থেকে ডাকা হত। তাকে এভাবে হেনস্থা করে সত্যিটাকে আটকে রাখা যাবে না বলেও দাবি করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here