বিজেপি করার অপরাধে পুলিশি হেনস্থার অভিযোগ পটাশপুরে

0
55

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বিজেপি করার অপরাধে রাতের অন্ধকারে বাড়ি ভাঙচুর করে পুলিশ তুলে নিয়ে যায় একজনকে, বলে উঠছে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১নং ব্লকের গোপালপুর গ্রামে।

Falguni Pramanik | newsfront.co
ফাল্গুনী প্রামানিক, আভিযোগকারী। নিজস্ব চিত্র

অভিযোগ, গ্রামের দুই ভাই নন্দ দুলাল প্রামানিক ও দেব দুলাল প্রামানিক কট্টর বিজেপি হিসাবে পরিচিত। তৃণমূল থেকে বলা সত্ত্বেও তারা বিজেপি ছাড়েনি।

House destroyed | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবারের অভিযোগ, তার ফলে তৃণমূলের নেতা কর্মীরা দাঁড়িয়ে থেকে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে দরজা ভেঙে বাড়ি তছনছ করে তুলে নিয়ে যায় দেব দুলাল প্রামানিককে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের মানুষ শুধু ব্যবহার হয়েছে, প্রচারে গিয়ে জানালেন লকেট

স্থানীয় বিজেপি নেতা শংকর প্রসাদ ভঞ – এর অভিযোগ, এলাকায় তৃণমূলের পায়ের তলায় মাটি না থাকায়, পুলিশ ও তৃণমূল মিলিত ভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করছে।

আরও পড়ুনঃ মেখলীগঞ্জে চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেফতার ৩

তবে এই বিষয়ে তৃণমূলের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পীযূষ পন্ডা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, “বিজেপির গোষ্ঠীকোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। তৃণমূল এই ধরনের রাজনীতি করে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here