পানীয় জলের দাবীতে গ্রামবাসীদের অবরোধে পুলিশের লাঠি,আক্রান্ত চিত্র সাংবাদিকরাও

0
107

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Police lathi charge on Protests of  drinking water
নিজস্ব চিত্র

নোদাখালি থানার অন্তর্গত বিড়লাপুরের চন্ডীপুর গ্রামে পানীয় জলের দাবীতে পথ অবরোধ করল কয়েক হাজার গ্রামবাসী।বিড়ালাপুর দাসপুর,রায়পুরের সহ পাঁচটি গ্রামের কয়েক হাজার পরিবার পানীয় জলের অভাবে জলকষ্টে ভুগছে বিগত পাঁচ বছত যাবৎ।

Police lathi charge on Protests of  drinking water
নিজস্ব চিত্র
Police lathi charge on Protests of  drinking water
নিজস্ব চিত্র

তাদের দাবি প্রতিবছর শুধু আশ্বাস দেওয়া হয় ‘সমস্যার সমাধান করা হবে’,কিন্তু সমস্যা থেকে একই রকম।অথচ ঢিল ছোঁড়া দূরত্বে পিএইচপির জল প্রকল্প।আগে ঠিকভাবে জল পেলেও,বর্তমানে তা আর পাওয়া যাচ্ছে না।তাই আজ যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবে বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিল অবরোধকারী গ্রামবাসীরা।

Police lathi charge on Protests of  drinking water
নিজস্ব চিত্র
Police lathi charge on Protests of  drinking water
নিজস্ব চিত্র

সেই মত সকাল ১১টা থেকে অবরোধ শান্তিপূর্ণ ভাবেই চলছিল, ঘটনাস্থলে নোদাখালি থানার পুলিশও আসে কিন্তু হঠাৎ একদল র‍্যাফ ঘটনাস্থলে এসে আচমকা অবরোধকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়।

Police lathi charge on Protests of  drinking water
নিজস্ব চিত্র

র‍্যাফের সহযোগিতা পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে তৎপর হয়।এমনকি ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলের ছবি তুলতে যাওয়া সাংবাদিকদের মারধর করা হয়।

Police lathi charge on Protests of  drinking water
আক্রান্ত।নিজস্ব চিত্র

আপাতত অবরোধ লাঠিচার্জ করে তুলে দেওয়া হলেও এলাকার মানুষের প্রশ্ন রয়ে গেল,’জল তারা কবে থেকে পাবে(?)।’

আরও পড়ুনঃ স্কুলের পাশে মদের দোকান বন্ধের দাবীতে অবরোধ, পুলিশের লাঠিচার্জ

Police lathi charge on Protests of  drinking water
নাসিম আহমেদ,অবরোধকারী।নিজস্ব চিত্র

এই বিষয়ে প্রশ্ন করা হলে সমষ্টি উন্নয়ন আধিকারিক ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও অফ ক্যামেরা তিনি জানান,ডোঙ্গারিয়া জল প্রকল্পে ফেজ ২’র কাজ চলছে,তাই এলাকা ভিত্তিক অল্টারনেটিভ ভাবে জল দেওয়া হচ্ছে,হয়তো সেটা পর্যাপ্ত নয়,তবে একদম পাচ্ছে না এমনটা নয়।যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here