ওয়েবডেস্কঃ-
ভীমা-কোঁরেগাও কান্ডে পুলিশকে আরো দায়িত্বশীল হতে আদেশ দিল সুপ্রিমকোর্ট। সঙ্গে মহারাষ্ট্র পুলিশের ট্রানজিট রিমান্ডের দাবীর বিরুদ্ধে গিয়ে পাঁচ বিদ্বজনের গৃহবন্দীর মেয়াদ আগামী ১২ ই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করল।
এদিন মামলার শুনানিতে বারংবার মহারাষ্ট্র পুলিস আবেদন জানিয়ে বলে, পাঁচ বিদ্বজনকে গৃহবন্দি করে রাখলে তদন্তে অসুবিধা হবে। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁদের আবেদন গ্রাহ্য করেনি।
গতকাল মহারাষ্ট্র সরকার অ্যাপেক্স কোর্টে দাবি করে বলে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে পাঁচ বিদ্বজনের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ আছে। ঐতিহাসিক রোমিলা থাপার সহ পাঁচজন বিদ্বজনেদের পাশে দাঁড়িয়ে যে মামলা করেন তার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র পুলিশ এফিডেভিট দিয়ে দাবি করে যে ঐ বিদ্বজনেরা দেশব্যাপী হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন।
কিন্তু, প্রধান বিচারপতি দিপক মিশ্র , এ এম খানওয়ালিকার , ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মহারাষ্ট্র পুলিশকে আরো দায়িত্বশীল হতে বলে ASG তুষার মেহেতাকে বলেন ,”আপনি আপনার পুলিশ অফিসারদের বলবেন আরো দায়িত্বশীল হতে। ব্যারাটি সুপ্রিমকোর্টের নজরে আছে, আপনার পুলিশ কি বলতে চাইছে আমরা ভুল?”
উল্লেখ্য,বিরোধীদের অনেকেই বিদ্বজনেদের এই হেনস্থা মোদী সরকারের অঙ্গুলীহেলনে মহারাষ্ট্র পুলিশের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584