শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অনেক পুলিশ কমিশনারই প্রশাসনের শীর্ষস্তরের সঙ্গে সুসম্পর্ক থাকলেও অধস্তন সহকর্মীদের পছন্দের তালিকায় থাকেন না। কিন্তু সেই তালিকায় কিছুটা ব্যতিক্রম হয়ত বর্তমান পুলিশ কমিশনার অনুজ শর্মা। যিনি নিজে করোনা আক্রান্ত হয়েও বিশ্রাম না নিয়ে বাড়ি থেকে যেমন টানা কাজ করেছেন, ঠিক তেমনই কোভিড আক্রান্ত এবং মৃত প্রত্যেক পুলিশকর্মীকে তার সহযোদ্ধার মতই মর্যাদা দিয়েছেন।
তাই সাধারণ মানুষকে পুলিশের তরফে সতর্কবাণী তো বটেই, এমনকি নিজের পুলিশবাহিনীর প্রত্যেক সদস্যকেও তিনি এবারে দুর্গাপুজোয় সতর্ক থাকার পরামর্শ দিয়ে খোলা চিঠি দিলেন সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের ৩ হাজার কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১১ জনের। পুজোয় অন্যান্য বারের তুলনায় কিছুটা ভিড়ের ঘাটতি হলেও পুরোমাত্রাতেই প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে পুলিশকে। তাই করোনা আবহে দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা শহরকে সামলে রাখতে গিয়ে পুলিশকর্মীরা যেন নিজেদের প্রতি অযত্ন না করেন, সেই বার্তা রয়েছে তার লেখায়।
আরও পড়ুনঃ কংগ্রেস প্রার্থীকে জিন্নার সমর্থক বলে বিতর্কে গিরিরাজ সিং
চিঠির মূল বার্তায় লেখা রয়েছে, অন্যবারের মতো এবছরও শারদোৎসবের মুখর শহরকে নিরাপদে রাখার গুরুদায়িত্ব পুলিশের ওপরে। কিন্তু এবছর সংকটের মধ্যে দিয়ে উৎসবের উদযাপন। তাই দিনরাত কর্তব্য পালন করতে গিয়ে কোনও পুলিশ কর্মী যেন নিজেদের প্রতি অবহেলা না করেন, চিঠির প্রতি ছত্রে বারবার একথাই মনে করিয়ে দিয়েছেন সিপি অনুজ শর্মা। মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ফেস শিল্ড ছাড়া কেউ যেন বাইরের কাজ না করেন।
গত ৭ মাস ধরে পুলিশ যেভাবে করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে, তার জন্য তিনি কমিশনার হিসেবে গর্ববোধ করেন একথা তিনি বলেছেন। পাশাপাশি সহকর্মীদের পরিবারের প্রতি শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন। তার চিঠি পেয়ে রীতিমত অভিভূত এবং উদ্বুদ্ধ কলকাতা পুলিশের প্রত্যেক কর্মী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584