নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে শুক্রবার ডোমকল মহকুমার ইসলামপুর থানার পুলিশ গ্রেফতার করল এক ওষুধ দোকানের কর্মীকে। আজ তাকে মুর্শিদাবাদ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশের এক আধিকারিক। বন্ধ করে দেওয়া হয়েছে ওই ওষুধের দোকান।
জানাযায়, ডোমকলের মনিরুল ইসলাম তারা বাবাকে ডাক্তার দেখিয়ে বিপাশা মেডিসিন সেন্টার থেকে ওষুধ কিনে বাড়ি যান। বাড়ি ফিরে দেখেন গত ২০১৯ সালেই ওষুধের মেয়াদ শেষ হয়েছে। সেই ওষুধ দোকানদারকে ফেরত দিতে গেলে দোকানের মালিক ও কর্মচারীরা অতি নোংরা ভাষায় মনিরুলের সাথে কথা বলেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ প্রোমোটার সিন্ডিকেট দ্বন্দ্ব, গুলির লড়াই আনন্দপুরে
এই ঘটনায় ডোমকল থানায় বিপাশা মেডিসিন সেন্টারের নামে লিখিত অভিযোগ করেন মনিরুল ইসলাম নামের ওই ক্রেতা।
অভিযোগের ভিত্তিতে পুলিশ দোকানের এক কর্মচারীকে আটক করেন ও দোকান বন্ধ করে দেন বলে জানাগেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584