মুনিরুল তারেক, বাংলাদেশঃ
বাংলাদেশের রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি ছিলেন মিন্টু মিয়া (২৮)। তিনি মাদক মামলার আসামি। আজ শনিবার ভোররাত ৩টা ৪০ মিনিটে দিকে হঠাৎ উধাও হয়ে যান। শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুনঃ হাতির হানায় ভাঙল ৬টি ঘর
কারারক্ষীদের নিরাপত্তার মাঝে এই কয়েদির উধাও হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়। অনেক খোঁজাখুঁজির দশ ঘন্টা পর আজ দুপুর ২টার দিকে ঢাকার নয়াবাজারের বাবুবাজার এলাকায় ব্রিজের তলা থেকে তাকে ধরা হয়। ধরা পড়ার পর মিন্টু মিয়া পুলিশকে বলেছে, ‘নেশার টানে আমি ওই এলাকাতে মাদক সেবন করতে গিয়েছিলাম’।
গ্রেপ্তারের সময় তার হাতে হাতকড়া পড়া ছিলো। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুপুরে আমরা ওই আসামিকে বাবুবাজার এলাকা থেকে ধরতে সক্ষম হয়েছি। এখন তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ অবৈধ সম্পর্কের প্রতিবাদে গৃহবধূকে পুরিয়ে মারার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশীদ উন নবী বলেছেন, হাসপাতালের দুই নম্বর ভবন মেডিসিন বিভাগের ছয় তলায় কারারক্ষীদের পাহারায় ওই আসামি চিকিৎসাধীন ছিলেন। তার পালিয়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় দেখা যায়নি।
এদিকে, এই ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য তিনজন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আসামি মিন্টু মিয়া টাঙ্গাইল গোপালপুর থানার একটি মাদকের মামলার আসামি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584