দুর্গাপুজো নিয়ে ভুয়ো মেসেজ ছড়ানোয় গ্রেফতার ২

0
50

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দুর্গাপুজো সংক্রান্ত সরকারি নির্দেশিকার নামে হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল ২ জনকে। কলকাতা সংলগ্ন ২টি আলাদা জায়গা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আজই আদালতে পেশ করা হয়েছে। মঙ্গলবার নবান্নে পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

two persons arrested | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রাজু বিশ্বাস নামে এক যুবককে। আর বরাহনগর থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে প্রভুজিৎ আচার্য নামে এক ব্যক্তি। দুজনেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দুর্গাপুজো নিয়ে সরকারি নির্দেশিকার ওই ভুয়ো মেসেজ ফরওয়ার্ড করেন। তবে ধৃতদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

আরও পড়ুনঃ জাতীয় সড়কে ধস! বন্ধ উত্তরবঙ্গের একাধিক সড়ক যোগাযোগ

গতকাল নবান্নে এই ঘটনায় নাম না করে বিজেপিকে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আড়ালে থেকে মেরুকরণের সুক্ষ্ম খেলা খেলছে বিজেপি। ক্ষমতা থাকলে প্রকাশ্যে এসে বিজেপিকে এই কাজ করার চ্যালেঞ্জ ছোড়েন তিনি।

গত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে ঘুরছে একটি মেসেজ। যাতে দাবি করা হয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত সবকটি দিন সময় বিকেল ৫ টার পর থেকে পরদিন সকাল ৪টে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এছাড়া ঠাকুর বিসর্জন করতে গেলে প্রতিমা মণ্ডপ থেকে বার করে রাখলে তা নিয়ে যাবেন পুরসভার কর্মীরা। এই ভুয়ো মেসেজকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা বাংলা জুড়ে। অবশেষে এই ঘটনার সঙ্গে জড়িত এমন দু’জনকে গ্রেফতার করলো ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here