রেশনে সরবরাহ করা আটা বাজেয়াপ্ত করলো কোতুলপুর থানার পুলিশ

0
64

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

কোতুলপুরে নাকা চেকিং এ কর্তব্যরত পুলিশ কর্মীরা এক আটা বোঝাই পিক আপ ভ্যান আটক করেন। ঐ পিক আপ ভ্যানের চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গোপীনাথপুরের শালুক গেরে গ্রামের মাবিয়া গায়েনের বাড়ি থেকে সরাসরি গড়বেতা নিয়ে যাওয়া হচ্ছিল ওই আটা বোঝাই গাড়ি।

ration | newsfront.co
নিজস্ব চিত্র

পরে পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিকরা ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে রাতে তল্লাশি চালিয়ে সেখান থেকেও বেশ কিছু রেশনে সরবরাহ করা আটা উদ্ধার করে। খাদ্য দফতরের পক্ষ থেকে এবিষয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক, পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

police officer | newsfront.co
নিজস্ব চিত্র

আরও জানাযায় কোতুলপুর থানার পুলিশ, কোতুলপুরের বিডিও সহ একগুচ্ছ আধিকারিক গোপিনাথপুরের শালুক গেরের একটি গোডাউন থেকে প্রচুর পরিমাণ সরকারি আটা উদ্ধার করে। জানাযায় এইসব আটার প্যাকেট গুলো থেকে আটা বের করে বস্তায় বন্দি করা হয়েছিল। যা সংখ্যায় অন্ততপক্ষে ২০০ বস্তা বলে অনুমান।

আরও পড়ুনঃ প্রতিবাদীকে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে

সিল করা হয় গোডাউন। এবং নমুনা সংগ্রহের জন্য তিন প্যাকেট আটা কোতুলপুর থানায় নিয়ে আসা হয় বলে খবর।

স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ঘটনার বিবরণ দিয়ে বলেন, রাজ্য সরকারের রেশন দ্রব্য নিয়ে কোন ধরণের কালোবাজারি বরদাস্ত করা হবেনা। একই সঙ্গে খাদ্য দফতর ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here