করোনা এড়াতে নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে থানায় থানায় ব্যবহার পুলিশের

0
123

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাজারে তুমুল চাহিদার জেরে ক্রমশ অমিল মাস্ক ও স্যানিটাইজার। প্রত্যেক দিনই শহরের প্রত্যেক থানায় কমবেশি কয়েকশো মানুষ আসেন। সেই কারণে প্রত্যেক থানায় বিপুল পরিমাণ স্যানিটাইজার কেনা যথেষ্টই ব্যয়বহুল। এবার অভিনব উপায়ে মুশকিল আসান করল কলকাতা পুলিশ। অ্যালকোহল ও অ্যালোভেরা মিশিয়ে নিজেরাই ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি করে ফেলেছেন অফিসাররা।

আইসোপ্রোপাইল অ্যালকোহল ও তার সঙ্গে অ্যালোভেরা, এই দু’টি মূল উপাদান দিয়েই স্যানিটাইজার তৈরি করছে পুলিশ। বাজারের থেকে দামেও পড়ছে অনেক সস্তা। সাধারণ মানুষ সংগ্রহ করলে তাদেরকে সেটি দিয়েও দেওয়া হচ্ছে।

hand sanitizer | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ জানিয়েছে, লালবাজারের নির্দেশে কলকাতার প্রত্যেকটি থানার পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীর স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে। যাঁরা থানায় অভিযোগ জানাতে অথবা অন্য কাজে আসছেন, তাঁদের হাতও স্যানিটাইজার দিয়ে ধোয়ার পর থানার ভিতরে প্রবেশ করতে হবে। কবে করোনো সমস্যা মিটবে তা কারোরই জানা নেই।

কিন্তু তার জন্য ক্রমাগত বিপুল পরিমাণ স্যানিটাইজারের প্রয়োজন হবে। এখন লালবাজারের পক্ষ থেকে শহরের থানাগুলিকে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। তবে পরবর্তীকালে থানার অফিসারদের নিজেদের উদ্যোগেও জোগাড় করতে বলা হয়েছে। এছাড়াও লালবাজারে ঢোকার সময় প্রত্যেক পুলিশকর্মী, আধিকারিক ও হাত ধোয়ার জন্যও প্রচুর স্যানিটাইজারের প্রয়োজন। তাই জোগানে সমস্যা হলে যাতে অসুবিধা না হয়, তাই নিজেদের উদ্যোগেই এবার হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে নেমে পড়েছে পুলিশ।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে বন্ধ ঊরুস মোবারক মেলা

কীভাবে এই স্যানিটাইজার তৈরি করছে পুলিশ? জানা গিয়েছে, ‘হোম মেড’ স্যানিটাইজার তৈরির জন্য প্রয়োজন আইসোপ্রোপাইল অ্যালকোহল। ৬০ থেকে ৭০ শতাংশ অ্যালকোহল স্যানিটাইজারে থাকতেই হবে। সাধারণভাবে বাজারে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল পাওয়া যায়, তা ৯৯.৯ শতাংশ। তাই এই অ্যালকোহল দিয়ে স্যানিটাইজার তৈরি করতে কোনও অসুবিধাই নেই।

তার সঙ্গে মেশাতে হবে ৯৮ শতাংশ অ্যালোভেরা। এমনিতে অ্যালোভেরা গাছের রস বা বাজার থেকে কেনা শুধু অ্যালোভেরা মাখলে হাতে জ্বালা করতে পারে। কিন্তু অ্যালকোহলের সঙ্গে মেশালে কোনও সমস্যা হবে না। দুই কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহল ও এক কাপ অ্যালোভেরা জেল একটি বাটিতে মিশিয়ে চামচ দিয়ে ঘেঁটে নিতে হবে।

এর মধ্যে ৮ থেকে ১০ ফোঁটা তেল দিলেও হবে। তার ফলে এই তরলে ভাল গন্ধ যুক্ত হতে পারে। অথবা জলও দেওয়া যাবে। তাতেই তৈরি হয়ে যাবে স্যানিটাইজার। এভাবে তৈরি করে সমস্ত পদ্ধতি জানিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here