অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়ল রামপুরহাট থানার পুলিশ

0
92

পিয়ালী দাস, বীরভূমঃ

একে সিনিয়র সিটিজেন, তারপর দুজনের বয়স অনেকটাই বেশি। তাই বার্ধক্য জনিত রোগে ভোগা শরীর। এই সময় বোধ হয় আপনজনের দুহাত বাড়ানো উষ্ণ সম্পর্কের বড়ো প্রয়োজন হয়। আর সেই কাজটিই করলো বীরভূমের তথা রামপুরহাটের পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালেই শহরের দুই বরিষ্ঠ মহিলাদের মধ্যে একজন অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়ল রামপুরহাট থানার পুলিশ। ফের প্রমাণ হলো মানুষ, মানুষের জন্য।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, এক মায়ের পেটের দুই বোনের মধ্যে বড় বোন অবিবাহিত ইভা মল্লিক। আগে তিনি একাই থাকতেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর বোন প্রমিতা দাঁ মানসিক ভাবে খুব ভেঙে পড়েন। চলে আসেন তাঁর কাছে। তাঁরা দুজনেই থাকেন রামপুরহাটের নিশ্চিন্তপুরের সাঁই অ্যাপার্টমেন্টে। এই বয়সে নিকট আত্মীয় স্বজন কেউ না থাকায়, সোমবার রাত থেকে খুব অসহায় বোধ করতে থাকেন তাঁরা দুজনে। বয়সের ভারে শরীরও হার মানে, বোধ হয় মনও।

আরও পড়ুনঃ বহরমপুরে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান

তাঁদের একজনের বয়স ৭৬, অন্যজনের বয়স ৬৭। এলাকা সূত্রে জানা গেছে, স্বামী প্রয়াত হওয়ার পর মানসিক ভাবে একটু অসুস্থ হয়ে পড়েন ছোট বোন প্রমিতা দাঁ (৬৭)। এই বিষয়টি সোমবার সন্ধ্যায় নজরে আসে জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের। তারপর রামপুরহাট থানার পুলিশ অসুস্থ বয়স্ক মহিলাকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করে।

তাঁর চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। শুধু তাই নয় বড় বোন ইভা মল্লিক (৭৬) যার বয়স যথেষ্ট বেশি তাঁকে মানসিক ভাবে সাহস যোগানোর পাশাপাশি, বাজার করে অ্যাপার্টমেন্টে পৌঁছে দেওয়ার কাজ করে রামপুরহাট থানার পুলিশ। রামপুরহাট থানার আই সি দেবাশীষ ঘোষ বলেন, “ঘটনাটি এসপি সাহেবের নজরে আসে।

আরও পড়ুনঃ তৃণমূলের আমলে সব থেকে বেশী বঞ্চিত হয়েছেন আদিবাসীরা! কোচবিহারে ক্ষোভ প্রকাশ খগেনের

তাঁর নির্দেশে আমরা ওই অ্যাপার্টমেন্টে অসুস্থ বয়স্কা মহিলাকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করাই। তিনি বর্তমানে চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছেন। সুস্থ বোধ করছেন। খুব ভালো চিকিৎসা হচ্ছে। আমরা উনার দিদি অর্থাৎ যাঁর বয়স আরও বেশি, তাঁকেও নজরে রেখেছি। তাঁর যেকোন অসুবিধা বা প্রয়োজনে আমরা সবসময় প্রস্তুত আছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here