নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফের বীরপাড়া পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার করল জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা।

সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ বীরপাড়া থানার পুলিশ এবং দলগাঁও রেঞ্জের বনকর্মীরা যৌথ অভিযান চালিয়ে বীরপাড়া শহর সংলগ্ন দলমোর গারো বস্তি থেকে পাচার হবার আগেই একটি বোলেরো গাড়ি সহ লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত করে ।

আরও পড়ুনঃ জলঙ্গী থেকে ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
তবে কাউকে আটক করা যায়নি। বনকর্মী ও পুলিশের তাড়া খেয়ে গাড়ি ছেড়ে গা ঢাকা দেয় কাঠ চোরের দল। এই বিষয়ে বন দফতরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা জানান, “সোমবার রাতে বীরপাড়া পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে একটি গাড়ি সহ সেগুন কাঠের গুড়ি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা সেগুন কাঠের বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা।তবে কাউকে আটক করা যায়নি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584