কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে চুরি যাওয়া মোবাইল ফেরত পেল প্রকৃত মালিকরা

0
58

মনিরুল হক, কোচবিহারঃ

হারিয়ে যাওয়া ও চুরি হওয়া এমন ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। শনিবার কোচবিহার পুলিশ লাইনের কনফারেন্স হলে ওই মোবাইল গুলি ফিরিয়ে দেওয়া হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার, ডিএসপি (ট্র্যাফিক) চন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

stolen mobile | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় মোবাইল চুরি হয়েছে বা হারিয়ে গিয়েছে এরকম কিছু অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালানো হয়। সেই অভিযানের ফলে ৫০টি মোবাইল উদ্ধার করেছে কোচবিহার জেলা পুলিশ।

আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই হিংসার ইঙ্গিত, আনলক পর্বে রাজ্যে রাজনৈতিক বলি ১২

police officer | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হাথরাসে অভিযুক্তদের সমর্থনে বিক্ষোভ ঠাকুর সম্প্রদায়ের

এরপর ওই মোবাইলের প্ৰকৃত মালিকদের সঙ্গে যোগাযোগ করে আজ তাদের হাতে ওই ৫০ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এদিন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে কোচবিহার জেলা পুলিশকে ধন্যবাদ জানান সমস্ত মোবাইল মালিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here