গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পটাশপুর, আহত কয়েকজন পুলিশ কর্মী

0
70

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

tmc office | newsfront.co
নিজস্ব চিত্র

বর্তমানে শুভেন্দু অধিকারীর জল্পনার মাঝেই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ভরতপুর এলাকা। এমনকি বোমাবাজির অভিযোগও উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার একদল যুবক এসে পার্টি অফিস ভাঙচুর করে এবং পার্টি অফিসের ভিতরে থাকা বাইক, টিভি ফ্যান এবং বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  কেন্দ্রকে নয়া কৃষি আইন স্থগিত রাখার পরামর্শ সুপ্রিম কোর্টের

chair broken | newsfront.co
নিজস্ব চিত্র
broken | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলার একজন তৃণমূল সাংসদ বিজেপি দলে যোগদান করবেন! বড়ঞায় বললেন সৌমিত্র খাঁ

পাশাপাশি এলাকা জুড়ে ব্যাপক তাণ্ডব চালায় এবং বোমাবাজি করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ গেলে, পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হন, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গোটা এলাকা জুড়ে। বর্তমানে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here