শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
হাসপাতালে রোগীর আত্মীয়-স্বজনরা ঝামেলা শুরু করলে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার পথ থেকে বাঁচান পুলিশকর্মীরাই। এমনকি কোভিড যুদ্ধে মানুষকে নিয়ন্ত্রণ করার লড়াইয়ে সমান অবদান রয়েছে তাঁদেরও।
কিন্তু তারপরেও তাঁদেরই একজন করোনা আক্রান্ত হওয়ায় তাকে দু’ঘন্টা ফেলে রাখল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। আর বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার হওয়ায় হাসপাতালে বিক্ষোভ দেখালেন ওই পুলিশকর্মীরাই।
প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে, কোভিড ওয়ারিয়রদের সর্বতোভাবে যেন সাহায্য করা হয়। সাধারণ মানুষ করোনা যোদ্ধাদের সবরকম সমর্থন জোগাচ্ছেন। কিন্তু পুলিসকর্মীদের সমস্যার মধ্যে ফেলছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ অভিজাত আবাসনে অমানবিকতা! করোনা আক্রান্ত মাকে তালাবন্দি করে রাখল সন্তান
জানা গিয়েছে, মেডিকেল কলেজের ভিতরে বউ বাজার থানার পুলিশ ফাঁড়ি রয়েছে। সেখানকার বেশ কয়েকজন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন একজন পুলিশকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান সহকর্মীরা। তখনই তাঁদের চূড়ান্ত হেনস্থা এবং হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ। ঘন্টা দু’য়েকেরও বেশি সময় ধরে তাকে ফেলে রাখা হয়।
আরও পড়ুনঃ মাঝরাতে মা উড়ালপুলে দুর্ঘটনা, মৃত ১
পুলিশকর্মীরা জানিয়েছেন, এর আগে আরো একজন পুলিশকর্মীকে ভর্তি করাতে গেলেও একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। আর তাই এদিন ধৈর্যের বাঁধ ভেঙে যায় পুলিশকর্মীদের। ক্ষোভে ফেটে পড়ে তারা, বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও শেষ পর্যন্ত ওই করোনা আক্রান্ত পুলিশকর্মীকে ভর্তি নেয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584