সুশান্ত মৃত্যু নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার যুবক

0
89

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে দিল্লি থেকে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার যুবক।

susant singh rajput | newsfront.co
সুশান্ত সিং রাজপুত

অভিযোগ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়াচ্ছিলেন এক যুবক। দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। বিভোর আনন্দ নামে ওই যুবকের বিরুদ্ধে পুলিশ কর্মী-সহ একাধিক ব্যক্তির মানহানির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মীরা কুমারের পেজ ব্লক, খতিয়ে দেখার আশ্বাস ফেসবুকের

ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘গতরাতে দিল্লি থেকে বিভোর আনন্দকে গ্রেফতার করে মুম্বাই আনা হয়েছে। কোভিড ১৯-সহ মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এরপর আনন্দকে জিজ্ঞাসাবাদ করা হবে।“

ওই পুলিশ আধিকারিক আরও জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একাধিক ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়েছিলেন আনন্দ। পাশাপাশি সুশান্তকে খুনে জড়িত সন্দেহে বেশ কয়েকজনের মানহানি করেছিলেন তিনি। অভিনেতার মৃত্যু তদন্ত নিয়ে মুম্বই পুলিশেরও সম্মানহানি করেছেন বিভোর আনন্দ।

আরও পড়ুনঃ ১ কেজি প্লাস্টিকের বদলে ২ কেজি চাল, অভিনব উদ্যোগ জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায়, আনন্দের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউড অভিনেতা আরবাজ খান; অভিনেতার অভিযোগ ছিল অকারণে তাঁর নাম জড়ানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল গুলির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সাইবার ক্রাইম বিভাগ। সম্প্রতি এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং। গত সপ্তাহে মুম্বই পুলিশ কমিশনার আরও বলেন যে, মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকারের সম্মানহানি করেছে, এমন প্রায় ১ লক্ষ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে চিহ্নিত করেছেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here