সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ জন ডাকাতকে পাকড়াও করলো বিষ্ণুপুর থানার স্পেশাল পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি ৬ সাটার পিস্তল, ৩ টি কার্তুজ, ৪টি মোবাইল, ৫টি ভোজালি সহ ধারালো অস্ত্র। পুলিশ সূত্রে খবর যে ধৃতরা আমতলা বারুইপুর রোডের তপনার কাছে জড়ো হয়েছিল। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত ফলতার সরিষায় একটি গহনার দোকানে ডাকাতির উদ্দেশ্য ছিল তাদের।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা বারুইপুর রোডের তপনায় এবং সেখান থেকে ধৃতদের আটক করে ও তাদের কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র, এছাড়াও জেরায় তারা স্বীকার করে গহনার দোকানে ডাকাতির কথা।
আরও পড়ুনঃ টিউবওয়েল থেকে নির্গত গ্যাসে জ্বলছে উনুন! চাঞ্চল্য হলদিয়ায়
আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান। এছাড়াও আজ তাদের আলিপুর কোর্টে তোলা হয়েছে। এদের সঙ্গে কারাকারা যুক্ত আছে তা জানার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ধৃতরা হল জীবনতলা থানার অন্তর্গত আরমান সেখ। বাসন্তী থানার শুভজিত রায়। বারুইপুর থানার মণিরুল লস্কর, আনারুল লস্কর ও সালাম মণ্ডল। ধৃতরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584