নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আট মাসের শিশু কন্যাকে চার হাজার টাকার বিনিময়ে পাশের পাড়ার একজনকে বিক্রি করার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী এলাকায়। বিষয়টি শুক্রবার জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই ব্যক্তি এর আগেও তার শিশু সন্তানকে বিক্রি করেছিল বলে অভিযোগ। বিষয়টি জানার পর ওই শিশুটির কাকা চার হাজার টাকা দিয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পশ্চিম মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা বিভাগ ও কোতোয়ালি থানার পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা হোমে পাঠায়। সেই সঙ্গে শিশুটির বাবা ও মাকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন তারা তাদের আট মাসের শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছিল তা জানার জন্য পুলিশ চেষ্টা করছে।
আরও পড়ুনঃ ফুলবাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
জেলা শিশু সুরক্ষা বিভাগের আধিকারিক সন্দীপ দাস বলেন শিশু কন্যাটিকে উদ্ধার করে সরকারি হোমে পাঠানো হয়েছে। শিশুটিকে হোমে রেখে তার যত্ন নেওয়া হবে। তবে কি কারণে ওই দম্পতি তাদের আট মাসের শিশুকে বিক্রি করে দিয়েছিল শিশুসুরক্ষা বিভাগের পক্ষ থেকে আলাদাভাবে খতিয়ে দেখা হবে।
তবে জানা যায় যে, অভাবের সংসার বর্তমান পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে ওই পরিবার। তাই ওই শিশুটির বাবা ও মা টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দিয়েছিল বলে তার কাকা জানায়। শিশুটি মেদিনীপুর বালিকা হোমে ভালো রয়েছে বলে শিশু সুরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584