গাঁজা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ

0
161

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

গাঁজা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ। জানা যায় এইদিন গোপন সূত্র মারফত খবর পেয়ে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে একটি বোলেরো গাড়ি থেকে ২ পাচারকারী সমেত ৪০ কেজি ৫০০গ্রাম গাঁজা আটক করে বংশীহারী থানার পুলিশ।

smugglers arrested | newsfront.co
নিজস্ব চিত্র

যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। ধৃত দুই ব্যক্তি আব্দুল সালাম মিঁয়া ও প্রসেনজিৎ বসু কুমারগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা শিলিগুড়ি থেকে লক্ষাধিক টাকার গাঁজা নিয়ে আসছিলেন।

police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিহার বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ

ধৃতদের গ্রেফতারের পর পুলিশের তরফে বংশীহারী থানায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার ডাবলু ভুটিয়া, মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

ধৃতরা কোথায় এই বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং এই মাদক পাচার চক্রের সাথে আর কে কে জড়িত আছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here