শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মদের দোকান থেকে মদ কিনে যেমন খুশি মদ্যপান-ফুর্তির আয়োজন করেছিল গড়ফা মণ্ডলপাড়ার বেশ কিছু যুবক। পাড়াতেই একজন বৃদ্ধের বাড়ির সামনে চলছিল মদ্যপান। কিন্তু তা মোটেই পছন্দ হয়নি সেই বৃদ্ধের। বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেন তিনি।
কিন্তু এই ঘটনায় নিজের জীবন দিয়ে মাসুল দিতে হল সেই বৃদ্ধকে। সেই সময়ে সেই জায়গা থেকে চলে গেলেও রাতেই ৫০-৬০ জন দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তাদের বেধড়ক মারধরে মৃত্যু হয় কানাইবাবুর। তার নাতি আকাশ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ মেখলিগঞ্জের কিষাণমান্ডিতে চুরির ঘটনায় ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
আরও পড়ুনঃ বালুরঘাটে জেল ভরো কর্মসূচি
জানা গিয়েছে, ষষ্ঠীর দিন রাতে গড়ফা মণ্ডলপাড়ায় আকাশ বাহাদুরের মামাবাড়ির সামনে মদের আসর বসালে তার প্রতিবাদ করে আকাশ ও তার দাদু কানাই নস্কর। তখন চলে গেলেও রাতেই গড়ফার ওই বাড়িতে বাঁশ, লাঠি, ইঁট নিয়ে হামলা চালায় ৫০ থেকে ৬০ জনের একটি দুষ্কৃতীদল বলে অভিযোগ। প্রথমে আকাশকে পেয়ে তাকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়। নাতিকে বাঁচাতে এগিয়ে আসেন তার মামা এবং দাদু কানাই নস্কর। বেপরোয়াভাবে কানাইবাবুকেও তারা মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় কানাইবাবুকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
দুষ্কৃতীদের মারধরেই কানাইবাবুর মৃত্যু হয়েছে কি না, তা জানতে মৃত কানাইবাবুর দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। যদিও এতজন হামলা চালালেও মাত্র তিন জন গ্রেফতার কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুব শীঘ্রই বাকি অভিযুক্তরাও ধরা পড়বে বলে দাবি পুলিশের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584