অস্ত্র আইন, শ্লীলতাহানির ঘটনায় মেদিনীপুর শহরে গ্রেফতার যুব তৃণমূল নেতা

0
103

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

অস্ত্র আইন ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার হল তৃণমূল যুব কংগ্রেস নেতা। রবিবার রাতে মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করা হয় সনু ঠাকুর নামে যুব তৃণমূলের এই নেতাকে। জানা গিয়েছে শহরের এক মারপিটের ঘটনায় বেশ কয়েকদিন ধরেই সনু ঠাকুরের খোঁজ জারি রেখেছিল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালী থানার পুলিশ।

tmc leader | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর শহরের রাঙামাটি থেকে রবিবার রাতে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫/২৭ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ৪৫১, ৩২৫, ৩২৬, ৩৭৯, ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ তুফানগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজারকে ছুরি মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

সোমবার দুপুরে ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক। ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের তরফ থেকে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here