নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। করোনা নিয়ে গুজবও ছড়াচ্ছে। হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চল এলাকায় মঙ্গলবার যাওয়ার পথে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি নেতৃত্বকে আটকাল হরিশচন্দ্রপুর থানার পুলিশ, ব্লক প্রশাসন।
রশিদাবাদ অঞ্চলে করোনা আক্রান্তের হদিস পাওয়ায় সংবেদনশীল হিসেবে চিহ্নিত রয়েছে এলাকা। ফলে প্রশাসনের নির্দেশ মতো সাংসদকে ফিরে যেতে হয়।
কারণ আক্রান্তের হদিশ পাওয়াই সংবেদনশীল জোন হিসাবে ঘোষণা হয়েছে হরিশ্চন্দ্রপুরের ওই এলাকা। এই নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকার বিজেপি সমর্থকদের মধ্যে।
আরও পড়ুনঃ দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রধানকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা হাইকোর্টের
বাধ্য হয়ে সাংসদকে ফিরে আসতে হয়। বিজেপি সাংসদের এই পরিদর্শন নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর।
তিনি বলেন, “এতদিন সাংসদকে দেখা যায়নি। হরিশ্চন্দ্রপুর এলাকার করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। রাজনীতি করতে যাওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে যাচ্ছিলেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584