নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকে আমপান ক্ষতিপূরণের ফর্ম জমা দিতে গিয়েছিলেন আমপানে ক্ষতিগ্রস্ত জনগণ।
কিন্তু সেই ফর্ম জমা না নেওয়াতে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুনঃ আনন্দপুরে সদ্যোজাত সন্তানকে খুন, ৬ মাস পর স্বীকার করে গ্রেফতার মা!
বিক্ষোভকারীদের মধ্যে এক মহিলার অভিযোগ, পটাশপুর থানার পুলিশ লাঠি চালায়, ব্যাপক মারধর করে মহিলাদের। কোন মহিলা পুলিশ ছাড়াই কি করে এক মহিলার উপর মারধর হয় এই নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ যুগলের আত্মহত্যার চেষ্টা ! হাসপাতালে প্রেমিকা, আটক প্রেমিক
এই খবর সংগ্রহ করতে এলে ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীকেও রীতিমতো মারতে আসে পটাশপুর থানার এক পুলিশকর্মী। অফিসের সামনেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পুলিশকর্মী। জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584