নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট ব্লকের আখিড়াপাড়া ও বেলাইন গ্রামে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখল পুলিশ প্রশাসন। উত্তরবঙ্গ সহ দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কারণে আত্রেয়ী নদীর জল প্রায় বিপদসীমা স্পর্শ করেছে । এমতাবস্থায় আত্রেয়ী নদীর খাড়ি দিয়ে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের আখিড়াপাড়া ও বেলাইন গ্রামে জল ঢুকেছে ।
বেলাইন গ্রামের প্রায় ১০০ টি বাড়িতে জল ঢুকে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার আখিড়াপাড়া ও বেলাইন গ্রামে এই বন্যা দুর্গতদের পরিস্থিতি খতিয়ে দেখতে নৌকা করে প্রদর্শনে বের হন মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুনঃ দীর্ঘ ছ’মাস পর খুলতে চলেছে জঙ্গল মহল জুওলজিকাল পার্ক
এদিন জল পথে বেলাইন গ্রামে পৌঁছে দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় পুলিশ প্রশাসন। এলাকার প্রায় ৭৫ টি পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, রবিবার রাতেও প্রশাসনের তরফে বেলাইন এলাকার বন্যাদুর্গতদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
কিছু দুর্গতদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও যেসকল বন্যাদুর্গত রয়েছেন তাদের হাতে আজ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল পুলিশ প্রশাসনের তরফ থেকে ,এমনটাই তিনি জানান ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584