নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে কেশপুর থানার পুলিশ প্রচুর পরিমাণ বোম উদ্ধার করে। উদ্ধার হওয়া বোম গুলি কেশপুর থানার মালখানায় রাখা হয়েছিল।
যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য উদ্ধার করে নিয়ে আসা সেই বোম গুলি শুক্রবার কেশপুর থানার চরকা গ্রামের জঙ্গলে কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে নিষ্ক্রিয় করা হয়।
ঘটনাস্থলে দমকল বাহিনী, বোম ডিস্পোজাল টিমের সদস্যরা ও কেশপুর থানার পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের নির্দেশে শুক্রবার উদ্ধার করা বোম গুলি নিষ্ক্রিয় করা হয় বলে কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুনঃ ঘরেই নামাজ পরার বার্তা প্রশাসনের
কেশপুর থানার চরকা গ্রামের গভীর জঙ্গলে শুক্রবার সকালে বোম গুলি নিষ্ক্রিয় করা হলেও স্থানীয় গ্রামবাসীরা বোম ফাটানোর আওয়াজ শুনতে পেয়েছে বলে জানান। তবে সমস্ত রকমের নিয়ম মেনেই শুক্রবার কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে বোম গুলি নিষ্ক্রিয় করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584