কোচবিহারে ছিনতাইয়ের দুদিনের মধ্যে মোবাইল উদ্ধার পুলিশের, গ্রেফতার ১

0
64

মনিরুল হক, কোচবিহারঃ

police officer | newsfront.co
নিজস্ব চিত্র

ছিনতাই হয়ে যাওয়ার দুদিনের মাথায় এক দুষ্কৃতী সহ ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ। আজ কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই ছিনতাই হয়ে মোবাইলটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। পুলিশের ওই তৎপরতায় খুশি কোচবিহার শহরের বাসিন্দারা। কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার শহরের গোলবাগান এলাকার বাসিন্দা বনশ্রী ঘোষ বাইপাসের রাস্তায় হাঁটছিলেন। ওই সময় দুই দুষ্কৃতী মোটর সাইকেলে এসে বনশ্রী ঘোষের হাত থেকে মোবাইলটি ছিনতাই করে নিয়ে চলে যায়। সেদিনই কোতোয়ালি থানায় অভিযোগ করেন বনশ্রী।

আরও পড়ুনঃ কাকদ্বীপে বাম – কংগ্রেসের সভায় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা নেতৃত্বের মুখে

ওই অভিযোগ পাওয়ার পরে কোতোয়ালি থানার টাউনবাবু সৌগত রায়ের নেতৃত্বে তদন্ত শুরু হয়। দুষ্কৃতীরা মোবাইলটি খুলতে না পারায় শহরের একটি দোকানে নিয়ে যায়। আর সেখানেই এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মোবাইলটিকে উদ্ধার করা হয়। এদিন মোবাইল হাতে পাওয়ার পর বনশ্রী বলেন, “ছিনতাই হওয়ার পর তা আবার ফিরে পাবো ভাবিনি। কিন্তু পুলিশের তৎপরতায় দ্রুততার সাথে মোবাইলটি ফিরে পেলাম। এজন্য পুলিশ প্রশাসনকে অসঙ্খ্য ধন্যবাদ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here