দুর্ঘটনায় লাগাম দিতে নাকা চেকিং এগরায়

0
83

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ জেলা পুলিশের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ট্রাফিক পুলিশের তরফে এগরা-কাঁথি রাজ্য সড়কের ডোমপুকুরের কাছে নাকা চেকিং করা হয়। এদিন বিকেলে এগরা ট্রাফিক বিভাগের সার্জেন্ট প্রদীপ মজুমদারের নেতৃত্বে রাজ্য সড়কের উপরে নাকা চেকিং করা হয়েছিল।

naka checking | newsfront.co
নাকা চেকিং। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনা রুখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি গাড়ির গতিবেগ যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকেও জোর দেওয়া হয়েছে। সেইসঙ্গে রাস্তায় ‘স্পিডমেশিন’ বসিয়ে তল্লাশিও করা হয় এবং গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করা হয়।

আরও পড়ুনঃ নাগপুরের তৈরি করা প্রেসক্রিপশনে চলছে তৃণমূল-বিজেপি, দাবি সেলিমের

প্রসঙ্গত, গত শনিবার এগরা থানার ভবানীচক এলাকায় সুইফট ডিজেয়ার ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন এক মোটরবাইক আরোহী। তারপর স্থানীয় এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। রাতেই তাঁর মৃত্যু হয়। তবে পথ দুর্ঘটনা কি আদৌ কমবে? সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here