নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিনা মাস্কে ঘুরে বেড়ানো মানুষদের বিরুদ্ধে অভিযানে নামল জটেশ্বর ফাঁড়ির পুলিশ । সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বরের ট্রাফিক মোড়, জটেশ্বর বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় বিনা মাস্কে থাকা ১৮ জনকে গ্রেফতার করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
উল্লেখ্য, রাজ্যের নির্দেশ অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূ লক এবং করোনা সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার করা খুবই জরুরী এই কথাই জানিয়েছেন বিশেষজ্ঞরা ।সেইমত করোনা সংক্রমণ রুখতে পুলিশের পক্ষ থেকে এদিন এই অভিযান চালানো হয় ।
আরও পড়ুনঃ মালদহে ফের ২ দিনের জন্য বাড়ল লক ডাউনের মেয়াদ
পুলিশের পক্ষ থেকে বিশেষ ভাবে সাধারণ মানুষের কাছে এবং এলাকার দোকানপাট গুলোতে গিয়েও সচেতন করা হয় ।এছাড়াও পুলিশের পক্ষ থেকে এলাকার হোটেল গুলিতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং গ্লাভস ,হেড গ্লাভস পরার ও আবদেন জানানো হয়।
আরও পড়ুনঃ চোপড়াকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি বামেদের
এই বিষয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ বৈদ্য বলেন, “মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তাই সরকারী নির্দেশ মেনে চলার কথা সাধারণ মানুষকে বলা হয় এবং কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়। নিজেরদের এলাকা সুরক্ষিত রাখার জন্য সরকারি নির্দেশে মাস্ক ও স্যানিটাইজার প্রভৃতি ব্যবহার খুবই গুরত্বপূর্ণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584