খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ- জনতা খন্ডযুদ্ধ ময়নায়

0
51

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

Police People fight at mayna | newsfront.co
নিজস্ব চিত্র

ময়নার বরুণা গ্রামে তৃণমূল নেতা বসুদেব মণ্ডল খুনের ঘটনায় আসামি ধরতে গিয়ে আবারও উত্তপ্ত ময়নার বাকচা এলাকা। পুলিশ আসামি ধরতে গিয়ে মহিলাদের মারধর করে বলে অভিযোগ। একই সাথে গুলি চালনা এবং টিয়ারগ্যাস চালায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় কয়েকজন মহিলা-সহ আহত পুলিশ কর্মীরাও।

Police People fight at mayna | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

গড়ামাহাল গ্রামের বিজেপি নেতা বিজয় ভৌমিককে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসিদের অভিযোগ পুলিশের আগে তৃণমূল বাহিনী ঢুকে বোমাবাজি করতে থাকে তার পরে পুলিশ ঢোকে গ্রামে বিজেপি নেতা বিজয় ভৌমিককে গ্রেফতার করে। বাকচার বিভিন্ন জায়গায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে গ্রামবাসিরা।

Police People fight at mayna | newsfront.co
সুচরিতা রাউত, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

তবে ময়নার তৃণমূল নেতা শাজাহান আলি বলেছেন, পুলিশের সাথে তৃণমূলের কেউ ছিল না।ব বিজেপির সন্ত্রাসে তৃণমূল কর্মীরা ঘর ছাড়া। পুলিশ পুলিশের কাজ করেছে।

M.N. Hassan | newsfront.co
এম এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার। নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান বলেন, তৃণমূল নেতা বসুদেব মণ্ডল খুনের অভিযোগে বিজয় ভৌমিক নামে এক ব্যক্তির নামে এফআইআর আছে। অভিযুক্তকে আজ ভোরে গ্রেফতার করতে গেলে গরামাহাল গ্রামের মহিলা পুরুষরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। তাদের ছোঁড়া বোমার আঘাতে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তবে পুলিশের সাথে তৃণমূল কর্মী থাকার কথা অস্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার।

Police People fight at mayna | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আটক মৎস্যজীবীদের উদ্ধারে আজ ফের ফ্ল্যাগ মিটিং বিএসএফ-বিজিবি

স্থানীয় বিজেপি নেতা সুশান্ত মিদ্দা পুলিশের বিরুদ্ধে শান্ত গ্রামকে অশান্ত করার অভিযোগ তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here