শ্যামল রায়, কালনাঃ
বিয়ের অনুষ্ঠানে বসার আগেই খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পরপর দুই নাবালিকার বিয়ে আটকালেন মন্তেশ্বর থানার পুলিশ।মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েতের কামড়া গ্রামে ও ভাগড়া-মূলগ্রাম পঞ্চায়েতের মূলগ্রামে থাকা দুই নাবালিকার বাড়িতে পুলিশ গেলে দুই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে মুচলেকা দেয় যে আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত তারা তাদের মেয়েদের বিয়ে দেবেন না।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে, মন্তেশ্বরের কামড়া গ্রামের তেরো বছর বয়সী এক নাবালিকার বিয়ে ঠিক হয় পূর্বস্থলীর নাদনঘাট থানার বাগিয়ারা গ্রামের কাজল দাসের সঙ্গে।ওই নাবালিকার পরিবার জানায় কামড়া তাজপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার কিছুদিন পরেই সে পড়াশোনা ছেড়ে দেয়।অন্যদিকে ওই বৃহস্পতিবার রাতেই মূলগ্রামের আর এক নাবালিকা বসন্তপুর হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে ঠিক হয় হাটগোবিন্দপুর নিবাসী অভিজিৎ সোমের সঙ্গে।এরপর ওই রাতেই স্থানীয়সূত্রে পুলিশ খবর পেয়ে দুই নাবালিকার বাড়িতেই উপস্থিত হয়।এই বিষয়ে মন্তেশ্বর থানার এক পুলিশ আধিকারিক বলেন,এলাকার মানুষ খবর দিলে দুই নাবালিকার বাড়িতে পুলিশ উপস্থিত হয়।
আরও পড়ুনঃ বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণ চেয়ে বিশ্বভারতীতে পোস্টার
নাবালিকা বয়সে মেয়েদের বিয়ে দিলে কি ধরনের আইনি জটিলতা ও শারীরিক অবস্থার ক্ষতি হতে পারে সেই বিষয়ে দুই পরিবারকে বোঝানো হয়।
তারা আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েদের বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন নাবালিকাদের অভিভাবকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584