নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এক নম্বর ব্লকের খড়্গপুর গ্রামীণ থানার গুমরিয়াপাল বালি খাদানে অবৈধভাবে মেশিন লাগিয়ে কাঁসাই নদী থেকে বালি তোলার অপরাধে এবং মেশিন দিয়ে নদীর পাড় ভেঙে দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে খবর পেয়ে অভিযান চালায় খড়্গপুর ১ নং ব্লক ভূমি সংস্কার দফতর ও পুলিশ।
যৌথ অভিযান চালিয়ে আটক করা হয়েছে কয়েকটি মেশিন লাগানো বালি তোলার নৌকা। যে মেশিন দিয়ে রাতের অন্ধকারে নদী থেকে বালি তুলে বিক্রি করে অবৈধ বালি কারবারিরা।পুলিশ জানায়, গুমরিয়াপাল এলাকার গোলক মাইতি , কঙ্কন বেরা , অরুণ গিরি , অঞ্জন পাহাড়ি বালি তোলেন।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে বিজেপির বন্ধ ঘিরে বিক্ষোভ-ধস্তাধস্তি
উদ্ধার হওয়া মেশিন নৌকা গুলি তাদেরই হতে পারে বলে পুলিশের অনুমান। পুলিশ অভিযান চালানোর সময় ওই বালি খাদানের মালিকরা কেউ ছিলেন না। এর আগেও এই বালি খাদান নিয়ে একাধিকবার বিভিন্ন অভিযোগ উঠেছে। ওই বালি খাদান কে কেন্দ্র করে অশান্তির ঘটনাও ঘটেছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বাইক-গাড়ির সংঘর্ষে মৃত ১,আহত ৪
তা সত্ত্বেও বালি খাদান গুলি বন্ধ করেনি বরং প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে কংসাবতী নদী থেকে মেশিন দিয়ে বালি তুলে চড়া দামে বিক্রি করছেন ওই বালি ব্যবসায়ীরা।
তবে বালি খাদান গুলি বৈধ নয় বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু বালি তোলার সরঞ্জাম উদ্ধার করা গেলেও বালি ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584