Fake Vaccine Scam: দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার বিজেপি ও সিবিআইয়ের নথি, ঘটনায় নয়া মোড়

0
90

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তৃণমূল যোগ নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, এবার ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জনের বাড়ি থেকে পাওয়া গেল বিজেপি সদস্য পদের প্রমাণ ও সিবিআইয়ের বেশ কিছু ভুয়ো নথিপত্র।

Debanjan Deb
সৌজন্যেঃ এনডিটিভি

জাল ভ্যাকসিন কাণ্ডে যোগ রয়েছে তৃণমূলের বেশকিছু প্রভাবশালী নেতা ও প্রশাসনিক কর্তা এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল বিজেপি। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের মত নেতার সাথে দেবাঞ্জনের ছবি প্রকাশ্যে আসার পরই এই নিয়ে হৈ হট্টগোল শুরু করেছিল গেরুয়া শিবির। এবার এলো ঘটনায় নয়া মোড়।

তদন্তে নামে পুলিশ, তল্লাশি অভিযানের পরেই উঠে এলো নতুন তথ্য। দেবাঞ্জনের বাড়িতে পাওয়া গেলো বিজেপির সদস্যপদের রিসিট সঙ্গে সিবিআই সহ অন্য কয়েকটি কেন্দ্রীয় এজেন্সির বেশ কিছু নথিপত্র। সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ এবং যাচাইয়ের জন্য পাঠানো হয় সিবিআই দপ্তরে। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন এগুলি জাল এবং দেবাঞ্জনের সাথে কস্মিনকালেও কোন সম্পর্ক নেই সিবিআইয়ের।

আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের সহযোগী ইন্দ্রজিৎ সাউ

এরপরেই দেবাঞ্জন কাণ্ডে বিজেপি যোগ নিয়ে সুর চড়িয়েছে শাসকদল। যদিও তৃণমূলের অনেকেই ইতিমধ্যে এমনটা সন্দেহ করছিলেন যে ঘটনায় বিজেপির যোগ থাকতে পারে। এমনকি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যে বিজেপি সবকিছুতেই সিবিআই যখন তখন সব কিছুতে সিবিআই তদন্ত চায় দেবাঞ্জন কাণ্ডে তারা কেন চাইছে না সিবিআই তদন্ত, তবে কি বিজেপি যোগ আছে এই ঘটনায়?

আরও পড়ুনঃ মোদীর মন্ত্রীসভায় নতুন মুখ হতে চলেছেন নিশীথ প্রামাণিক

দেবাঞ্জনের বাড়িতে পাওয়া বিজেপির সদস্যপদের রশিদ এই মুহূর্তে তৃণমূলকে বেশ কিছুটা অক্সিজেন জোগাল এই ঘটনায়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here