প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
এভাবে করোনা রোধ সম্ভব নয়। তাই ওষুধের দোকানে ভিড়ের দূরত্ব বাড়াতে শেষে দোকানগুলির সামনে মার্কিং করার কাজ শুরু করলো প্রশাসন। শহরের সব ওষুধের দোকানগুলিতে সোশ্যাল ডিস্ট্যান্স মার্কিং করল রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ জেলা পুলিশ৷ বুধবার দুপুরের পর থেকে এই কাজ শুরু হয়েছে।
পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ পুরকর্মীরা শহরের সব ওষুধের দোকানগুলিতে ঘুরে এই মার্কিং করেন। রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস বলেন, অত্যাবশকীয় পণ্যদ্রব্যের দোকানে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে গত কয়েকদিন থেকে৷
আরও পড়ুনঃ হুস ফিরছে না মানুষের, লাঠি হাতে পুলিশ
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সাধারণ মানুষ যাতে নিজেদের মধ্যে সঠিক দুরত্ব বজায় রাখতে পারে, সেই কারণেই এদিন ওষুধের দোকানগুলিতে সোশ্যাল ডিস্ট্যান্স মার্কিং করা হয়েছে। আমরা চাই সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, তিন ফুট দূরত্ব বজায় রেখে অত্যাবশ্যকীয় দোকানগুলিতে মার্কিং করা হয়েছে। মানুষ যেন দোকানে ভিড় না করেন মূলত সেই কারণেই সোশ্যাল ডিস্ট্যান্স মার্কিং করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584