নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ইতিমধ্যেই মহামারী নোভেল করোনা ভাইরাস গ্রাস করতে শুরু করেছে দেশ সহ গোটা রাজ্যকে। তাই রাজ্যবাসীকে এই প্রকোপের হাত থেকে রক্ষার্থে, তৎপর হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে শুরু করে রাজ্য প্রশাসন।
বুধবার লকডাউনের দ্বিতীয় দিনে মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে প্রত্যেক ওষুধের দোকানে দূরত্ব বজায় রাখার জন্য একটি করে মার্ক করে দেওয়া হয়। ওই চিহ্ন অনুযায়ী প্রত্যেককে দাঁড়ানোর কথা বলে জেলা পুলিশ।
আরও পড়ুনঃ রায়গঞ্জে অত্যাবশ্যকীয় দোকানে তিন ফুটের দূরত্ব রাখার ব্যবস্থা পুলিশের
পাশাপাশি শহরের সমস্ত ওষুধ দোকানের সাথে সাথে জরুরি অবস্থায় যেসব মুদিখানা দোকান রয়েছে। সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর ও বিশেষ করে দোকানগুলোকেও ভিড় এড়ানোর কথা কড়া ভাবে জানিয়ে দিয়েছেন মেদিনীপুর জেলা প্রশাসন।
এছাড়াও রাস্তায় টহল দেওয়ার সময় যদি কোন ব্যাক্তিকে অযথা দোকানের সামনে কিংবা ভিড়ের মধ্যে দেখে, তাহলে যথাযথ ব্যবস্থা নেবে বলে সাফ জানায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584