নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দেশে পৌঁছে গিয়েছে করোনার ভ্যাকসিন। শনিবার থেকেই শুরু হচ্ছে করোনা টিকাকরণ। সেই কারণে ১৭ জানুয়ারি, রবিবার দেশজুড়ে পালস পোলিও টিকাকরণের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত রেখেছিল কেন্দ্র। বৃহস্পতিবার পোলিও টিকাকরণের নতুন দিন ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক। ১৭ জানুয়ারির পরিবর্তে পোলিও টিকাকরণ হবে ৩১ জানুয়ারি।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচিকে(কোভিড-১৯) সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাষ্ট্রপতির দপ্তরের সঙ্গে আলোচনা করে পোলিও টিকাকরণ কর্মসূচি, যা জাতীয় টিকাকরণ দিবস বা পোলিও রবিবার নামে পরিচিত, তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পোলিও টিকাকরণ ৩১ জানুয়ারি রবিবার হবে।’
আরও পড়ুনঃ মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, শিশুসুরক্ষা কমিশনের রোষে কংগ্রেস নেতা
প্রতি বছর জানুয়ারি মাসে শুরু হয় প্রথম দফার জাতীয় পোলিও প্রতিষেধক অভিযান। বছরের মাঝামাঝি দ্বিতীয় পর্ব দিয়ে শেষ হয় এই বার্ষিক স্বাস্থ্য প্রক্রিয়া। কিন্তু আগামী শনিবার, ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড প্রতিষেধক টিকাকরণ অভিযান চালু হচ্ছে। তাই দুই প্রক্রিয়ার মধ্যে সংঘাত এড়াতেই আপাতত স্থগিত রাখা হয়েছে পোলিও অভিযান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584