সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
জাতীয় সড়কের পাশে চলছে বেআইনি নির্মান কাজ।পঞ্চায়েত অনুমতি ছাড়া কিভাবে করছে কাজ।বিজেপির দলীয় পতাকা সামনে রেখে নির্মান কাজে অসন্তোষ প্রকাশ স্থানীয় বাসিন্দা থেকে রাজ্যের সংখ্যা লঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস মোল্লার।
মগরাহাট পশ্চিম বিধানসভার শিরাকল গ্রামপঞ্চায়েত,এই পঞ্চায়েতে রাজারহাট অযোদ্ধা নগরে ১১৭নং জাতীয় সড়কের পাশে রয়েছে মার্কেট কমপ্লেক্স। চতুর্থতল বিশিষ্ট মার্কেটে কমপ্লেক্স। যেখানে তৃতীয় তল কিনেছেন বারজান সেক।
সিপিএমের আমলে কলকাতার বাসিন্দা রাজা নামে এক ব্যাক্তি মার্কেট কমপ্লেক্স বিক্রি করে বারজান সহ অন্যন্য ব্যবসায়ীদের কাছে। তারপর বারজান নিজের তৃতীয় তলে নার্সিংহোম পরিকল্পনা নেই। মার্কেট কমপ্লেক্সে দুধারে রয়েছে দুটি শিরি।কিন্তু নার্সিংহোম করতে গেলে যে সিরির প্রয়োজন তা নেই।যেখান থেকে শুরু হয় মাঝখান দিয়ে শিরির পরিকল্পনা।
নির্মীয়মান মার্কেট কমপ্লেক্স পিডব্লিউডি জায়গার উপর অবস্থান।পঞ্চায়েত অনুমতি নিয়ে দুধারে শিরি করার পরিকল্পনা হয়।তা সম্পুর্ন হয়নি আজও। কারন সরকারি জায়গায়,কে দেবে অনুমতি! নাসিংহোম যোগাযোগ সুব্যবস্থা করতে তৃতীয় শিরি করার প্রস্তুতি নেন অভিযুক্ত ।কি করে হচ্ছে এমন নির্মিয়মান কাজ।তা আবার অনুমতি ছাড়া।
আরও পড়ুনঃ বেআইনি অস্ত্র সহ গ্রেফতার ২
ঘটনার পর চাপানুতোর বাঁধে তৃণমূল-বিজেপির মধ্যে।রাজ্যর সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস মোল্লার অভিযোগ।যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি বিজেপি জেলা সহসভাপতি সুফল ঘাঁটুর।
পিডব্লিউডি জায়গার উপর নির্মান কাজের জন্য উস্থি থানার পুলিশ দুজনকে আটক করেছে।প্রশাসনিক হস্তক্ষেপে কতটা সমাধান হয় এখন সেটাই দেখার ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584