শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
পুরসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক তরজা বাড়ছে বালুরঘাটে। মঙ্গলবার সকালে বালুরঘাট শহর বিজেপির প্রেসিডেন্ট সুমন বর্মন রীতিমতো কাগজ দেখিয়ে দাবি করেন ১৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভাইস-চেয়ারম্যান তৃণমূলের বেবি বর্মন তার স্বামী সৌভিক কুমার দাস ও মা পদবী বর্মনের নামে দুটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়েছেন।
ঘর দুটি তার নিজের ওয়ার্ডে তৈরি না করে ১৫ নম্বর ওয়ার্ডে তৈরি করেছেন। এমনটাই অভিযোগ বিজেপির। অন্যদিকে ১৫ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গি এলাকার পুলক রঞ্জন গোস্বামী যিনি নিজে তৃণমূল নেতা তিনি তার ছেলে প্রীতম গোস্বামীর নামেও ঘর নিয়েছেন বলে অভিযোগ।
১৫ নম্বর ওয়ার্ডের অজিত অধিকারী, অজিত সিল, সিলা ঘোষ এই সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়েছেন এবং দু’তলার উপরে ঘর বানিয়েছে বলে অভিযোগ বিজেপির টাউন সভাপতি সুমন বর্মনের।
আরও পড়ুনঃ রূপশ্রী প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ
অবশ্য অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বেবি বর্মন এবিষয়ে বলতে গিয়ে বলেছেন যে, তাঁর মা এবং তার স্বামী দুজনেই ভারতের নাগরিক এবং তাদের পাওয়ার যোগ্যতা ছিল সেজন্যই তাদের নামে ঘর দেওয়া হয়েছে।
তৃণমূলের টাউন সভাপতি সুভাষ চাকরি দেব বর্মনের ঘর পাওয়া প্রসঙ্গে জানান, বেবি পারবোনা নিজস্ব কোনো ঘর নেই তার বাবার নামে কোনো ঘর নেই সে কারণেই তার পরিবারে ঘর পাওয়ার যোগ্য কিন্তু দুটি ঘর পাওয়া যায় কিনা সে বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি টাউন সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584