নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আগামী রবিবার দাঁতনে রয়েছে শুভেন্দু অধিকারীর সভা। ঠিক তার আগে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল দাদার অনুগামীদের বিরুদ্ধে ।অভিযোগ করেছে তৃণমূল ।যদিও অভিযোগ অস্বীকার করেছে দাদার অনুগামীরা ৷

রবিবার শুভেন্দু অধিকারীর সভা,তার আগে প্রস্তুতি চলছে জোর কদমে । গোটা দাঁতন বাজার জুড়ে ছেয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী তথা বিজেপির ফ্লেক্স ও পতাকায় ।
আরও পড়ুনঃ মনোরঞ্জনের উপর হামলার প্রতিবাদে মিছিল তৃণমূলের
এরই মাঝে দাঁতন বাজারের ওপরে লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায় ।যদিও বিজেপি এই কাজ করতে পারে বলে মনে করছে না তৃণমূল ৷
আরও পড়ুনঃ হিলিতে বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু
তাদের স্পষ্ট অভিযোগ দাদার অনুগামীরা এই কাজ করেছে। তবে অনুগামী সমর্থকদের বক্তব্য, মিথ্যা অভিযোগ করছে তৃণমূল।তবে শুভেন্দুর সভার আগে দাঁতনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584