দিলীপের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা

0
83

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে দু’পক্ষের মধ্যে জমে উঠেছে বাক তরজাও। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে গিয়ে ফের বিস্ফোরক ফেসবুক পোস্ট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ ৷ ফাইল চিত্র

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই ছবির উপরে লেখা, ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। তারপর লেখা, তৃণমূলের প্রচারে বাংলাদেশী অভিনেতা, মাননীয়ার মুখে বাংলাদেশী স্লোগান, তৃণমূলের পুজোয় বাংলাদেশী ক্রিকেটার। আর নীচে বড় অক্ষরে লেখা, মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের জন্য ৷

facebook post | newsfront.co
বিতর্কিত ফেসবুক পোস্টের স্ক্রিনশট

উল্লেখ্য, এর আগে ভোটপ্রচারে বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে দেখা যায়। বাংলাদেশের স্লোগান বলতে দিলীপ ঘোষ ‘জয় বাংলা’কে বোঝাতে চেয়েছেন। শেখ মুজিবের কন্ঠে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জনপ্রিয় হয় স্লোগানটি। তবে বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তা শোনা যাচ্ছে। গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া ১২৫ তম জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি।

আরও পড়ুনঃ ‘প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে’, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

বক্তৃতা দিতে মঞ্চে ওঠার সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। তাতে বেজায় ক্ষুব্ধ হন বাংলার মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখবেন না বলেই জানিয়ে দেন। পালটা ‘জয় বাংলা’ স্লোগানও তাঁর গলায় শোনা যায়। সেই রেশ ধরেই বিস্ফোরক পোস্ট দিলীপ ঘোষের। যদিও তাঁর এই পোস্ট ঘিরে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। দিলীপ ঘোষের এই ধরণের ফেসবুক পোস্টের তীব্র বিরোধিতা করেছে শাসকদল তৃণমূলও।

দিলীপ ঘোষের এই পোস্ট সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি রাজ্য সভাপতির পোস্টের জবাবে পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষে বিঁধেছে তৃণমূলও । তৃণমূল সাংসদ সৌগত রায় পাল্টা তোপ দেগেছেন, “বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির ছোঁয়া আনতে চাইছে বিজেপি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here