সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের প্রার্থী পদ ঘোষণা হয়নি বিজেপির। তার আগে নিজেকে প্রার্থী বলে ঘোষণা করে রাজনৈতিক মহলে তোপের মুখে পড়ল বিজেপি নেতা রাজকুমার মন্ডল। বিজেপি সূত্রে খবর, দ্বিতীয় পর্যায়ে নাম ঘোষণা হওয়ার কথা রবিবার বিকালে।
ফলতা বিধানসভায় প্রার্থী হয়েছে বলে সোস্যাল মিডিয়াই প্রচার শুরু করেদেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি রাজকুমার মন্ডল। সকাল থেকে প্রচার করে মানুষের কাছে ভোট চাইতে যান তিনি।
সাধারণ মানুষও তার পরিচয় জানতে চান! আর রাজকুমার বাবু নিজেকে জনতার দরবারে প্রার্থী বলে দাবি করেন। এদিকে নাম ঘোষণার আগে কি ভাবে প্রার্থী বলে নিজেকে দাবি করলেন তিনি, তা নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। বিজেপি সূত্রে খবর, চারজনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রে।
আরও পড়ুনঃ অন্য মাঠে খেলা হবে! বহিষ্কৃত নেতার মন্তব্যে জল্পনা পূর্ব মেদিনীপুরে
কিন্তু তালিকা প্রকাশ হওয়ার কথা রবিবার বিকালে। সেখানে সকাল সকাল প্রচার শুরু করে, প্রার্থী হয়েছে বলে দাবি করে নিজের ফেসবুকে পোস্ট করে রাজকুমার বাবু। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূলের দাবি, নিজেদের মধ্য ভাগাভাগি শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584