নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ছিল পার্টি অফিস হয়ে গেল কনট্রাকটরের কাজের অফিস। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকের পঁচেট অঞ্চল গোবর্ধনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ঘিরে বিতর্ক তুঙ্গে।
পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তৃণমূল নেতাদের অভিযোগ সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু এই পার্টি অফিস কনট্রাকটরকে ভাড়া দেওয়ার ফলে তারা এলাকায় করতে পারছেন না কোনো মিটিং বা গোপনীয় বৈঠক। আরও অভিযোগ, যে এই পার্টি অফিস বিগত ছয় মাস ধরে ভাড়া দিয়ে রাখা হয়েছে ওই কনট্রাকটরকে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বিজেপি নেতা মুকুল রায়ের পোস্টারে লেখা ‘আমরা দাদার অনুগামী’, জল্পনা তুঙ্গে
ছয় মাস ধরে এলাকায় হচ্ছে না কোনো মিটিং বা বৈঠক,এমনই অভিযোগ পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিলমাধব দাস অধিকারী ও পটাশপুর ২নং তৃণমূল নেতা দূর্গপদ পাহাড়ির। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে চন্দন সাউ পটাশপুর ২নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, “যাতে রাস্তার কাজ তাড়াতাড়ি হয়, সেই জন্য কনট্রাকটরের জিনিসপত্র ও লোকজন থাকার জন্য বিনা মূল্যে এই পার্টি অফিসটি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বীরপাড়াতে আগামীকাল বিমলের সভা, প্রস্তুতি তুঙ্গে
এর জন্য কোনো ভাড়া বা কোনো পয়সা নেওয়া হয় না। পার্টি অফিসের সামনে যেহেতু ফাঁকা গ্রাউন্ড রয়েছে তাই ওখানে কনট্রাকটরের কাজের জিনিসপত্র রাখতে সুবিধা হবে এবং কাজও তাড়াতাড়ি হবে। তাই এই পার্টি অফিসটি বিনা পয়সায় কনট্রাকটরকে দেয়া হয়েছে ব্যবহারের জন্য।
এর জন্য কোনো জায়গায় মিটিং মিছিল আটকে নেই।আর যারা বলছেন তারা কেবলমাত্র অভিযোগ করার জন্য বলছেন বা কি কারণে বলছেন তারাই ভালো বোঝেন।” কার্যত পার্টি অফিস কে কনট্রাকটরের অফিসে পরিণত করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে পটাশপুরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584